শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা: “উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে। বেসরকারি সংস্থা আলোহা  সোসাল সার্ভিসেস বাংলাদেশ সাপাহার শাখার উদ্যোগে দিবসটি পালনে রোববার আলোহা  সোসাল সার্ভিসেস বাংলাদেশ-এর অফিস হতে একটি র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসকক্ষে স্যানিটেশনের তাৎপর্য তুলে ধরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংস্থার প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীন আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় স্যানিটেশনের উপর গুরুত্বপূর্র্ণ ভূমিকা রেখে বক্তব্য প্রদান করেন সহ সমন্বয়কারী আইজিএ সুলতান মাহমুদ, ট্রেনিং এন্ড ওমেন জয়ন্তি রানী, মনছুর আলী, সাপাহার প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সহ-সম্পাদক গোলাপ খন্দকার, প্রদীপ সাহা প্রমুখ। এ সময় উক্ত অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ