বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

বিধ্বংসী রূপ পেতে আরও সময় লাগবে আমিরের -ইনজামাম

গতির সাথে সুইং এর মিশ্রনে বিধ্বংসী রুপ পেতে আরও কিছুটা সময় লাগবে মোহাম্মদ আমিরের বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তার মতে, ‘দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেছে আমির। তবে এখনো বিধ্বংসী রুপ দেখাতে পারেননি সে। তবে সেটি পেতে আরও সময় লাগবে। তাই খেলার প্রতি আরও বেশি পরিশ্রমী হতে হবে আমিরকে।’২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় আমিরের। ঐ সময় তার বয়স ছিলো ১৭। ঐ বয়সেই বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাপিয়ে দিতেন তিনি। ফলে অভিষেকের পর ২০১০ সালের ২৯ আগস্ট পর্যন্ত ১৪ টেস্টে ৫১ উইকেট, ১৫ ওয়ানডেতে ২৫ উইকেট এবং ১৮ টোয়েন্টি টোয়েন্টিতে ২৩ উইকেট শিকার করেন। তার এমন পারফরমেন্সে মুগ্ধ হয়ে আমিরকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে আখ্যায়িত করেন বিশ্বের বড় বড় সাবেক খেলোয়াড়রা। কারন এই বয়সে গতি ও সুইং দিয়ে যেভাবে উইকেট শিকার করছেন আমির তাতে ভবিষ্যতে বড় তারকা হয়ে না উঠার কোন কারনই নেই। বাসস।

অনলাইন আপডেট

আর্কাইভ