শনিবার ২৭ এপ্রিল ২০২৪
Online Edition

আট বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক : আট বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো স্বাগতিক ভারত। মুম্বাইয়ে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৩৬ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। দেশের মাটিতে সর্বশেষ ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিলো ভারত। আর ২০০২ সালের পর দ্বিতীয়বারের মত ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতলো টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দলটি। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০০ রানে জবাবে অধিনায়ক বিরাট কোহলির ২৩৫, মুরালি বিজয়ের ১৩৬ ও নয় নম্বরে ব্যাট করতে নামা জয়ন্ত যাদবের ১০৪ রানের সুবাদে ৬৩১ রানের বড় সংগ্রহ পায় ভারত। ফলে প্রথম ইনিংসে ২৩১ রানে পিছিয়ে থেকে টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে নামে ইংল্যান্ড। দিন শেষে ৬ উইকেটে ১৮২ রানে তুলে ইনিংস হারের শঙ্কায় পড়ে সফরকারীরা। পঞ্চম দিন ৩২ মিনিট পর জয় ভারত। ৩২ মিনিটের ব্যবধানে ইংল্যান্ডের বাকী ৪ উইকেট তুলে নিয়ে ভারতকে টেস্ট ও সিরিজ জয়ের স্বাদ দেন অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। গতকাল ইংলিশদের ৪ উইকেটই নিয়েছেন অশ্বিন। প্রথম ইনিংসের মত এবারও ৬ উইকেট নিয়ে ম্যাচে ১২ ব্যাটসম্যানকে শিকার বানান অশ্বিন। এই নিয়ে সপ্তমবার ম্যাচে ১০ বা ততোধিক উইকেট শিকার করলেন অশ্বিন। ৫০ রানে শুরু করে ৫১ রানেই থামেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। এরপর ক্রিস ওকস শূন্য, আদিল রশিদ ও জেমস এন্ডারসন ২ রান করে অশ্বিনের শিকার হন। ফলে দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানেই অলআউট হয়ে যায় ইংলিশরা। এই জয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকলো ভারত। এর আগে ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল টানা ১৭ ম্যাচ হারের স্বাদ নেয়নি ভারত। এছাড়া নিজেদের টেস্ট ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মত টানা পাঁচটি টেস্ট সিরিজও জিতলো ভারত। ম্যাচের সেরা ভারতের কোহলি। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড প্রথম ইনিংস : ৪০০ ও ১৯৫।ভারত প্রথম ইনিংস : ৬৩১। ফল : ভারত ইনিংস ও ৩৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : বিরাট কোহলি (ভারত)।

অনলাইন আপডেট

আর্কাইভ