বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

বাসের ধাক্কায় সাতকানিয়ায় স্কুল শিক্ষার্থী পটিয়ায় কলেজ শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ও পটিয়ায়  বাস চাপায়  এক স্কুল শিক্ষার্থী ও কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টা ও ১০ টার দিকে পৃথক এ দুঘটনা দুটি ঘটে। সাতকানিয়া নিহত শিক্ষার্থীর নাম রক্সি নাথ (১৩) সে সে ছদাহা কেফায়েত উল্ল্যাহ-কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর  শিক্ষাথী এবং ছদাহা ইউনিয়নের নাথ পাড়ার সাধন নাথের কন্যা। পটিয়ায় নিহত কলেজ শিক্ষার্থীর না, পমি আক্তার (১৭)। সে কমল মুন্সিরহাট ফকিরপাড়া এলাকার মোহাম্মদ আবদুল গফুরের মেয়ে। আমাদের সাতকানিয়া প্রতিনিধি জানায়, সকাল সাড়ে নয়টার পর শিক্ষার্থী রক্সি নাথ স্কুলে আসার প্রাক্কালে রস্তাা পারাপারের সময় দ্রুতগতিতে ধেয়ে আসা শাহ আমিন পরিবহনের একটি বাস রক্সিকে চাপা দেয়। এতে রক্সির মাথা থেতলে গিয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়।রক্সি নাথ  নিহত হওয়ার জের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেড দেয় তার স্থানীয় জনতা ও স্কুলে শিক্ষার্থীরা। এতে অন্তত আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। চট্টগ্রাম- কক্সবাজার সড়কের চলাচলকারি হাজার হাজার যাত্রী এসময় চরম দুর্ভোগে পড়ে। থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কুল কর্তৃপক্ষ গতিরোধক স্থাপনের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে নেয়। আমাদের পটিয়া প্রতিনিধি জানায়, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া কমল মুন্সিরহাট এলাকায় বাসের ধাক্কায় পমি আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে কোচিংয়ে যাওয়ার পথে একটি বাস তাকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ