বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

নাঙ্গলকোটে অবৈধ ইটভাটা উচ্ছেদ

কুমিল্লা সংবাদদাতা: নাঙ্গলকোট উপজেলার মৌকরা গ্রামে অবস্থিত অবৈধভাবে গড়ে উঠা মেসার্স আজিজ ইট ভাটা ২০ ফেব্রুয়ারি সোমবার উচ্ছেদ করা হয়েছে। ইটভাটা উচ্ছেদ করেন, কুমিল্লা পরিবেশ অধিদপ্তর। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো: শামছুল আলম,কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ফয়সাল, সিনিয়র ক্যামিস্ট্র সুকুমার সাহা, পরির্দশক নুর হাসান সজীব, সিভিল ডিফেন্স’র লাকসাম (ফায়ার সার্ভিস) লিডার মো: রশিদ, নাঙ্গলকোট থানার এএসআই মিজানুর রহমান, জাতীয় পার্টি (এরশাদ) নেতা মফিজুর রহমান, নাঙ্গলকোট প্রেস ক্লাবের সহ-সভাপতি বেলাল হোসেন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো: ওমর ফারুক, ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমুখ। এ ব্যাপারে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শামছুল আলম জানান- ভাটা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংরক্ষিত আইন ১৯৯৫/১২ ধারা ও ২০১৩ ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ