বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

মেধাবী ছাত্র তাসকিন বাঁচতে চায়

খুলনা অফিস : খুলনার রূপসা উপজেলার কাজদিয়া কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র মা হারা মো. তাসকিন মৃধা (১২) মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মরণ পথের যাত্রী হয়েছে। বর্তমানে সে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডি ব্লক ৩০৭ নং রুমের ১৫ নং বেডে চিকিৎসাধীন। তাসকিন রূপসা উপজেলার টিএস বাহিরদিয়া ইউনিয়নের কাজদিয়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক মো. জিয়া রহমান মৃধার একমাত্র ছেলে। 

চিকিৎসকরা ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার চিকিৎসার জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা খরচ হবে বলে। এভাবে তিন বছর তার চিকিৎসা অব্যাহত রাখতে হবে। তাই ব্যয়বহুল এ চিকিৎসার খরচ চালানো তার ভ্যান চালক পিতার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এর মাঝেও মেধাবী ছাত্র তাসকিনের পরিবার এ নশ্বর পৃথিবীতে তাকে বাঁচতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কোন চেষ্টায় কাজ না হওয়ায় নিরূপায় হয়ে তার পরিবার সমাজের বিত্তবান ও স্বহৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সমাজের স্বহৃদয়বান ব্যক্তিদের একটু সহযোগিতায় এই ফুটফুটে শিশুটি হয়তবা ফিরে পেতে পারে আলোকিত পৃথিবী। 

সাহায্য পাঠানোর ঠিকানা : অগ্রণী ব্যাংক, কাজদিয়া শাখা। একাউন্ট নং ০২০০০০৯৬০৬৮০০, নিজস্ব বিকাশ নম্বর ০১৯২৪-২১ ৯২ ১৩।

অনলাইন আপডেট

আর্কাইভ