বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

সাকিবকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এখন মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ শুরুর আগে সাকিবের উইকেট ছিল ২২০টি। এক উইকেট কম নিয়ে মাশরাফি একেবারে সাকিবের ঘাড়ের ওপরই নিঃশ্বাস ফেলছিলেন। ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেট পেয়েছেন মাশরাফি-সাকিব দুজনই। তবে মাশরাফি দুটি এবং সাকিব পেয়েছেন একটি। ফলালফল দুজনেরই উইকেট হয়ে গেল সমান ২২১টি করে। গতকাল দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয়  শ্রীলঙ্কা। বোলিংয়ে এসে ইনিংসের শুরুটা করলেন মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় ওভারে এসেই তৃতীয় বলে ফিরিয়ে দিলেন ওপেনার দানুশকা গুনাথিলাকাকে। একই সঙ্গে সাকিব আল হাসানকেও ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক। ম্যাচে উইকেট পেলে পরিসংখ্যান  উল্টে যেতে পারত। তবে ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে সাকিব কোন উইকেট পাননি। ফলে মাশরাফিই রয়ে গেলেন শীর্ষে।

অনলাইন আপডেট

আর্কাইভ