ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

দেশের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন : ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, শুধু সরকারের একক প্রচেষ্টায় দেশের উন্নয়ন সম্ভব নয়, সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, এর জন্য জনগণের মধ্যে ঐক্য, দেশপ্রেম, সততা ও সহযোগিতামুলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে।

আজ ঢাকাস্থ গাইবান্ধা জেলা সমিতির ৫১তম জিয়াফত ও মিলনমেলায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রাজধানীর পূর্ত ভবন মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। গাইবান্ধা কেন পিছিয়ে থাকবে। 

গাইবান্ধা এখন আর অনগ্রসর জনপদ নয় উল্লেখ করে তিনি বলেন, এখানে সরকারের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, হচ্ছে এবং আগামীতেও হবে। এ সময় তিনি গাইবান্ধায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের চিত্র তুলে ধরেন।

গাইবান্ধায় অনেক গুণীজন ও বিত্তবান রয়েছেন উল্লেখ করে ফজলে রাব্বি বলেন, তারা ইচ্ছে করলেই এখানকার চরাঞ্চলের নদীভাঙ্গণ কবলিত মানুষের ভাগ্যন্নয়নে এগিয়ে আসতে পারেন। 

সচেতন নাগরিক গড়ে তোলার আহবান জানিয়ে ডেপুটি স্পিকার সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে দিতে বলেন।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, চাকরির জন্য শুধু হন্যে হয়ে ঘুরলে চলবে না, এর জন্য নিজেকে উপযুক্ত করে তৈরি করতে হবে। 

এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের শুধু মোবাইল, ফেসবুক, ইন্টারনেট নিয়ে পড়ে না থেকে পড়া লেখার প্রতি আরো বেশি মনযোগী হওয়ার আহ্বান জানান। 

সংগঠনের সভাপতি মনোয়র হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সম্পাদক এ এম শহিদুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ