ঢাকা, শনিবার 27 April 2024, ১৪ বৈশাখ ১৪৩০, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

হয়রানী মুক্ত অনুকূল-ব্যবসায়িক পরিবেশ চায় এফবিসিসিআই

অনলাইন ডেস্ক: হয়রানী মুক্ত অনুকূল ও ব্যবসায়িক পরিবেশ চায় এফবিসিসিআই। আজ রবিবার বেলা তিনটার দিকে ২০১৭-২০১৯ মেয়াদের এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এই দাবি করেন। 

তিনি বলেন, আগামী দিনে সুন্দর ও ব্যবসায়িক অনুকূল পরিবেশের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়তে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে এফবিসিসিআই। এই সংগঠনকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেব প্রকৃতপক্ষে দাঁড়াতে গবেষণামূলক কাজ করতে হবে। এছাড়া, নতুন উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দায়িত্ব গ্রহণ শেষে নতুন এফবিসিসিআই সভাপতি বলেন, নতুনের আসা, পুরাতনের বিদায় আমি মানি না। আমি মানি দেশের উন্নয়নের জন্য অর্থনীতিতে অবদান রাখতে ও ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সব এফবিসিসিআই সদস্যদের এক সঙ্গে কাজ করতে হবে।

এছাড়া এফবিসিসিআইতে নতুন নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক সেল তৈরি করা। সেখান থেকে তাদের ব্যবসা পরিচালনার প্রসার বৃদ্ধির জন্য সহযোগিতা করা হবে এবং আমাদের এসএমই সেক্টরের উন্নয়নেও কাজ করতে হবে বলেও জানান মহিউদ্দিন।

তিনি আরো বলেন, এবার যেমন সঠিক সময়ে নির্বাচন, দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আশা করছি আগামীতেও আমরা নির্দিষ্ট সময়ে নতুনদের কাছে দায়িত্ব তুলে দিতে পারব এবং এ ধারাবাহিকতা সব সময়ের জন্য অব্যাহত থাকবে। এছাড়াও আমরা এফবিসিসিআইকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যে কেউ যেন ব্যবসায়ীদের সঙ্গে অসৎ আচরণ ও ধৃষ্টতা দেখাতে না পারে।

বিদায়ী বক্তব্যে মাতলুব আহমাদ বলেন, আমরা যখন দায়িত্বে ছিলাম তখন ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কাজ করেছি। আমি আশা করছি যারা নতুন এসেছে তারাও ভবিষ্যতে ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে।

সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমদ নবনির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের হাতে দায়িত্ব অর্পণ করেন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আলী আশরাফ এমপি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, নবনির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এফবিসিসিআইয়ের ২৩ তম সভাপতি হলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ