ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) রাশিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনের এ ঘটনায় প্রায় দুই ঘন্টা বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ থাকে। এ সময়ে প্রধান বিদ্যুৎ লাইনের সরবরাহ এবং বহির্গমন কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক রুটের অন্তত ছয়টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পরপর বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়।

এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশির কাজ করছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ