বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

এক নজরে তাড়াশ উপজেলা

আয়তন: ২৯৭,২০ বর্গ কিলোমিটার ইউনিয়নের সংখ্যা: ৮টি ওয়ার্ডসংখ্যা: ৭২টি গ্রামের সংখ্যা : ২৫১টি, মৌজার সংখ্যা ১৭৬টি, লোক সংখ্যা: ২২০,৫৭০ জন। শিক্ষার হার : ৭০%, কলেজের সংখ্যা ৭টি, ফায়িল মাদ্রাসার সংখ্যা ২টি, আলিম ৬টি, দাখিল ২৬টি, উচচ বিদ্যালয় ৩২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০৯টি হাফেজিয়া কওমীয়া মাদ্রাসা ৩০টি ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গন শিক্ষা নুরানী ২০টি প্রাক প্রাথমিক ৪০টি মডেল রিসোর্স সেন্টার ২টি সাধারন পাঠাগার ও লাইব্রেরী ১টি মসজিদ ৩১০টি, হাটবাজারের সংখ্যা ২৮টি, মন্দির ২৫টি হাসপাতাল সদরে ১টি কমনিটি ক্লিনিক ২৭টি দাতব্য চিকিৎসালয় ৮টি।
মোট জমির পরিমাণ ৭৩ হাজার ৪শ’ ৩৮ একর। আবাদী জমির পরিমাণ ২৭ হাজার হেক্টর, ফসলের ঘনত্ব ১৮৫%। গভীর নলকুপ ১২টি অগভীর নলকূপ ১২ হাজার ২শ’, বিদ্যুৎচালিত ৫৭০টি বাকী সব ডিজেলচালিত। সেচদেওয়া আবাদকৃত জমির পরিমাণ ২২ হাজার হেক্টর। প্রধান ফসল ধান ভুট্টা, গম, পাট, তরমুজ, যাবতীয় শাকসবজি সহ বিভিন্ন ফসল। কৃষি ব্লক ৩০টি,বৃহত মাছের আরত ২টি। চলনবিলের বুক চিরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক বগুড়া হইতে পাবনা তাড়াশের মধ্যে দিয়ে প্রবাহিত বিশ্বরোড অবস্থিত। উপমহাদেশের কিংবদন্তীর নায়িকা বেহুলার বাড়ি।

অনলাইন আপডেট

আর্কাইভ