বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

ফেনীতে আহত মুক্তিযোদ্ধা পরিবারের দায়িত্ব নিলেন আজিজ চৌধুরী

ফেনী সংবাদদাতা: ফেনী সদর উপজেলার ধর্মপুরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত রাস্তা, ড্রেন, গার্ডওয়াল ও পুকুরের ঘাটলা উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। শনিবার সকালে তিনি ধর্মপুরে গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের গুলিতে আহত মুক্তিযোদ্ধা পরিবারের তিন সহোদরকে দেখতে যান। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের আহত সন্তান আবু তাহেরসহ আবুল হোসেন ও আবু নওশাদের দায়িত্ব নিলেন। আবু তাহের রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিন, সদর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: মফিজ উদ্দিন মুননা, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি নিজামুল হক ছুট্টু, সড়ক ও জনপদ বিভাগের সাবেক কর্মকর্তা মো: শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ধর্মপুরে আবাসন প্রকল্প সংলগ্ম আবদুল মালেকের মেয়ে রোজি বেগম ও স্বামী আবু বকরের ঘরে চাঁদার দাবীতে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় সন্ত্রাসী আনোয়ার, রুবেল, আরিফ। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। গত শনিবার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর উপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে তাদেরকে ঘরে থাকার জন্য নির্দেশ দেন। এসময় তিনি স্থানীয় চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকাকে মোবাইল ফোনে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ