বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

নেপালকে হারিয়ে স্বাগতিক বাংলাদেশের দারুণ সূচনা

স্পোর্টস রিপোর্টার: নেপালকে হারিয়ে সাফ অনুর্ধ্ব -১৫ নারী ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করলো স্বাগতিক বাংলাদেশ। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে স্বাগতিকরা ৬-০ গোলে জয় পেয়েছে। বিজয়ী দলের আক্রমনভাগের খেলোয়াড় তহুরা খাতুন হ্যাটট্রিক করেন। এর আগে উদ্ভোধনী দিনের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে ভুটানকে হারিয়েছে। গতকাল রোববার শিরোপা প্রত্যাশি স্বাগতিক দলের ফুটবলারদের কৌশলী খেলার সামনে কুলিয়ে উঠতে পারেনি নেপালের নারী ফুটবলাররা। ম্যাচের অধিকাংশ সময়ই বলের দখল ছিলো কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের নিয়ন্ত্রনে। প্রথমার্ধে বিজয়ী দল ৪-০ গোলে এগিয়ে ছিলো। ম্যাচের শুরু থেকে নেপালের রক্ষণে বিচরনে সফলতা পায় ১১ মিনিটে।কর্নার থেকে মনিকা চাকমার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে ঠিকানা খুঁজে পায় ১-০। তিন মিনিট পর মার্জিয়ার কর্নার থেকে উড়িয়ে আসা বল আঁখি খাতুন নামিয়ে নেওয়ার পর আনুচিং মারমার সাইড ভলি জালে জড়ালে (২-০) ব্যবধান দ্বিগুণ হয়।৩২ মিনিট ব্যবধান আরও বাড়িয়ে নেয় গত বছর এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালকে ৯-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া বাংলাদেশ। এবার তহুরা একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ৩-০।তিন মিনিট পর শামসুন্নাহারের কাছ থেকে বল পেয়ে মার্জিয়ার নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লাগে। একটু পর মারিয়া মান্ডার বাড়ানো বল ধরে তহুরা খাতুনের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।কোণঠাসা নেপাল প্রথমার্ধের যোগ করা সময়ে আরও এক গোল হজম করে। তহুরার বাড়ানো বল ধরে আগুয়ান গোলরক্ষকে সহজে পরাস্ত করেন আনুচিং ৪-০।দ্বিতীয়ার্ধে মার্জিয়া-তহুরাদের খেলায় ছন্দপতন ঘটে। গোল লাভে আগ্রহ যেন কমে আসে। তবে এর মাঝেও আরও দুই গোলে বড় জয় নিশ্চিত করে মেয়েরা। ৫৭ মিনিটে মানিকার শট গোলরক্ষক ফেরানোর দুই মিনিট পরই আবারো এগিয়ে যায় বাংলাদেশ। আনুচিংয়ের শট ফিরে আসার পর তহুরা ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ৫-০।ম্যাচের ৭২ মিনিটে আনুচিংয়ের বাড়ানো বল ধরে বাঁ পায়ের জোরালো শটে হ্যাটট্রিক পূরণ করেন তহুরা ৬-০। আগামী মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে ভারত। একই দিনে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

অনলাইন আপডেট

আর্কাইভ