বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

মাকরান উপকূলে শুরু হচ্ছে ইরানের বিশাল সামরিক মহড়া

ইরানের সামরিক মহড়ার ফাইল ফটো

সংগ্রাম অনলাইন ডেস্ক: ওমান সাগরের উপকূলসহ মাকরান উপকূলের বিশাল এলাকাজুড়ে যৌথ সামরিক মহড়া চালানোর প্রস্তুত নিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মুহাম্মাদ রাসূলুল্লাহ (স) নামে এ মহড়া সোমবার ইরানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে শুরু হবে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর সমন্বয় বিষয়ক কমান্ডার হাবিবুল্লাহ সাইয়্যারি।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি দু দিনব্যাপী এ সামরিক মহড়ার কথা নিশ্চিত করেন। তিনি জানান, স্থলবাহিনী, নৌ ও বিমানবাহিনী এ মহড়ায় অংশ নেবে। পাশাপাশি ইরানের ক্ষেপেণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটও মহড়ায় যোগ দেবে।

হাবিবুল্লাহ সাইয্যারি জানান, ইরানের সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি, প্রতিরক্ষা সক্ষমতা ও

 

ইরানের সামরিক মহড়া (ফাইল ফটো)

সেনাদের মনোবল বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মহড়া চালানো হবে। পাশাপাশি সামরিক বাহিনীর প্রশিক্ষণ কৌশল, ফায়ার পাওয়ার এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়গুলো মূল্যায়ন করা হবে। কমান্ডার সাইয়্যারি জানান, মহড়ায় ইরানি সামরিক বাহিনীর উঁচুমানের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করা হবে। তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী নিজ পানিসীমার পুরো নিরাপত্তা দিতে সক্ষম।-পার্স টুডে

অনলাইন আপডেট

আর্কাইভ