বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

চৌহালীতে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা প্রসাশন

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের চৌহালীতে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল আয়েশা আক্তার (১৪) নামে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী। সম্প্রতি উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের বৈন্যা নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, ২৬শে মার্চ সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রাম দক্ষিনপাড়া গ্রামের তোফাজ্জল মোল্লার ছেলে মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলাম (২৮) সঙ্গে উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের বৈন্যা নতুনপাড়া গ্রামের রুস্তম আলী মোল্লার মেয়ে আয়েশার বাল্যবিয়ে হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলেই যাই। এসময় কাজী ও বরকে আটক করা হয়। কনের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের মেয়েকে কোথাও বিয়ে দিতে পারবেননা। এরপর কাজী ও বরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার, এস আই মোক্তার আলী, এস আই শুকুর আলী সহ প্রমুখ।

 

অনলাইন আপডেট

আর্কাইভ