বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

যশোরে গরু ব্যবসায়ীর দশ লাখ টাকা খোয়া

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরে প্রতারকের খপ্পরে পড়ে এক গরু ব্যবসায়ীর দশ লাখ টাকা খোয়া গেছে। সাংবাদিক পরিচয় দিয়ে নিজাম মোল্যা (৫২) নামে ঐ গরু ব্যবসায়ীর কাছ থেকে দশ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। শনিবার সকাল আটটার দিকে যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। গরু ব্যবসায়ী নিজাম মোল্যা নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামের মৃত আফসার উদ্দিন মোল্যার ছেলে। তিনি বলেন “আমি একজন গরু ব্যবসায়ী। সীমান্ত এলাকা থেকে গরু কিনে জেলার বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করি। শনিবার সকালে বাড়ি খেকে একটি ব্যাগে করে দশ লাখ টাকা নিয়ে আসি যশোরের শার্শার বাগআঁচড়া গরুহাটে যাওয়ার জন্য। যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টারমিনালে এসে দেখি কোনো গাড়ি চলছে না। এ সময় অপরিচিত এক লোকের সাথে আমার পরিচয় হয়। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, ‘যশোর জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক হারুনর রশিদ হাসপাতালের গাড়ি নিয়ে বাগআঁচড়া যাবে। আপনাকে ওই গাড়িতে তুলে বাগআঁচড়া পৌঁছে দেবো।’ এই কথা বলে আমাকে হাসপাতালে নিয়ে আসে। সে আমাকে মোটরসাইকেলে হাসপাতালে এনে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ওঠে। এ সময় হাসপাতালে তার জন্য আরেকজন অপেক্ষা করছিল। ওই লোকটি আমার কাছে থাকা দশ লাখ টাকা তার কাছে দিতে বলে। আমি টাকা তার কাছে দেয়ার কিছুক্ষণ পরে তাকে আর খুঁজে পাইনি।” হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, ‘হাসপাতালের দ্বিতীয় তলায় সিঁড়ির কাছে একজন গরু ব্যবসায়ী প্রতারণার শিকার হয়ে দশ লাখ টাকা খুইয়েছেন বলে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে। টাকা একটি ব্যাগে নিয়ে একজন নেমে যাচ্ছে। কিন্তু ছবি ঘোলাটে। ভালো করে চেহারা দেখা যাচ্ছে না। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।’ জানতে চাইলে কোতয়ালী থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘সাংবাদিক পরিচয় দিয়ে এক প্রতারক নিজাম নামে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে দশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য।’

অনলাইন আপডেট

আর্কাইভ