বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

রাম মন্দিরের জন্য আর্ডিন্যান্সের দাবি শিবসেনার

সংগ্রাম অনলাইন ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের জন্য অধ্যাদেশ আনতে কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা।

আজ (সোমবার) শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমপি বলেন, ‘যেভাবে ট্রিপল তালাক, সংরক্ষণ (শিক্ষা ও চাকরিতে কোটা) ইস্যুতে একাধিক সংশোধনী এনে সংসদে বিল পাস করা হয়েছে। সেভাবেই সরকারকে অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স আনা উচিত।’

অন্যদিকে, গতকাল (রোববার) চেন্নাইতে এক অনুষ্ঠানে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এক আলোচনাসভায় বলেন, ‘কোনো হিন্দু চাইবে না যে, অন্য ধর্মস্থানকে ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণ করা হোক।’

শশী থারুর

তার ওই মন্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হলে শশী থারুর আজ (সোমবার) তার সাফাইতে তার মন্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে বলেন, ‘অনেক হিন্দু ওখানে রাম মন্দির চায় কারণ তাদের বিশ্বাস ওটা রামের জন্মভূমি। কিন্তু কোনো ভালো হিন্দু চাইবে না যে এমন কোনো জায়গায় মন্দির হোক যেখানে অন্য কোনো ধর্মীয়স্থান ধ্বংস করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত মন্তব্য ছিল। আমি দলীয় কোনো মুখপাত্র নই, এজন্য আমার মন্তব্য দলের সঙ্গে যুক্ত করে দেখা উচিত নয়।’    

সুব্রমনিয়াম স্বামী

এদিকে শশী থারুরের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপি’র সিনিয়র নেতা সুব্রমনিয়াম স্বামী তাকে ‘নীচ আদমি’ (ছোট লোক) বলে অভিহিত করেছেন। স্বামী বলেন, সুনন্দা পুষ্কর মামলায় ওর বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ওনাকে কারাগারে যেতে হবে। রাম মন্দির ও হিন্দুত্বের বিষয়ে উনি কিছুই জানেন না।’

সূত্র: পার্স টুডে

অনলাইন আপডেট

আর্কাইভ