বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ অব্যাহত

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্নস্থানে চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ বিভাগসহ ফরিদপুর, টাঙ্গাইল, মাদারিপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, মৌলভীবাজার, সৈয়দপুর, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা অঞ্চলসমুহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মওসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্র অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

অনলাইন আপডেট

আর্কাইভ