বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

পদ্মার বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমিরটি রাজশাহী বন বিভাগের হেফাজতে

রাজশাহী অফিস : জেলেদের জালে ধরা পড়া পদ্মার বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমিরটি এখন রাজশাহী বন বিভাগের হেফাজতে রয়েছে। গত মঙ্গলবার পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা গ্রামে পদ্মা নদীতে ওই কুমিরটি ধরা পড়ে। ঐদিন রাতে রাজশাহী থেকে বন বিভাগের উদ্ধারকারী দল গিয়ে কুমিরটিকে নিয়ে আসে।
পাবনার দোগাছি ইউনিয়নের চরকোমরপুর এলাকায় পদ্মায় গত বছরের ডিসেম্বরে মিঠা পানির বিলুপ্তপ্রায়  প্রজাতির একটি কুমির সনাক্ত করে বন বিভাগ। তবে মঙ্গলবার ধরা পড়া কুমিরটি আগের কুমিরের চেয়ে আকারে ছোট। গত কয়েকদিন ধরে ভাঁড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা গ্রামে পদ্মা নদীর পাড়ে একটি বড় আকারের কুমির দেখতে পায় গ্রামবাসী। স্থানীয় জেলেদের দিয়ে মঙ্গলবার সারা দিন চেষ্টার পর বিকেলে কুমিরটিকে উদ্ধার করা সম্ভব হয়। এ বিষয়ে জানানো হয় জেলা প্রশাসন ও বনবিভাগকে। পরে রাজশাহী থেকে বনবিভাগের কর্মকর্তারা এসে কুমিরটিকে নিয়ে যান। তবে চরকোমরপুরে পদ্মায় আটকে পড়া বড় কুমিরটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বন বিভাগের একজন কর্মকর্তা জানান, সামাজিক বনবিভাগের স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে তারা কুমিরটি উদ্ধার করেন। এটি প্রায় সাত ফুট আকৃতির। এটি স্বাদু পানির বিলুপ্ত প্রজাতির। বর্তমানে বাংলাদেশে এ প্রজাতির কুমির সচরাচর চোখে পড়ে না। কুমিরটিকে গবেষণা করে পুনরুৎপাদনের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ