বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

খুশবু’র পাশে বিট মাসকট

স্পোর্টস রিপোর্টার : খুদে প্রতিভা ওয়ারসিয়া খুশবুকে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এশিযান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষকতার জন্য এগিয়ে এসেছে “বিট মাসকট প্রাইভেট লিমিটেড”। গতকাল বুধবার দুপুরে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ, ওয়েস্টার্ণ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ ও টেলিগ্রাফ স্কুল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খুশবুকে উজবেকিস্তানে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি ও এয়ার টিকিট বাবদ এক লক্ষ ষাট হাজার টাকার চেক তুলে দেন বিট মাসকট প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক, ফিন্যান্স ম্যানেজার অসীম কুমার ঘোষ ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ছাত্রী খুশবু পৃষ্ঠপ্ষোকতার অভাবে উজবেকিস্তানে খেলতে যেতে পারছিল না বিধায় বিট মাসকট প্রাইভেট লিমিটেড সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ভবিষতেও প্রতিষ্ঠানটি দাবায় সহায়তা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে। আগামী ১৯ থেকে ২৯ জুন উজবেকিস্তানের তাসখন্দে এ আসর শুরু হবে। গত বছর এই চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-৬ বিভাগে খুশবু স্বর্ণপদক জয় করে।

অনলাইন আপডেট

আর্কাইভ