বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

চোলাই মদ ব্যবসা ছেড়ে দেয়ায় পুলিশের পক্ষ থেকে রিকশা উপহার

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে চোলাই মদ প্রস্তুত ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চার জনকে চারটি রিকশা উপহার দেওয়া হয়েছে। এসময় চোলাই মদ ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছে একই গ্রামের ৭০টি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে রিকশাগুলো হস্তান্তর করা হয়।
জিএমপি’র সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বনগ্রামের প্রায় ৭০টি পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ চোলাইমদ তৈরি এবং বিক্রি হয়ে আসছিল। পুলিশ একাধিকবার ওই এলাকায় অভিযান বিপুল পরিমান দেশীয় চোলাই মদসহ মদ তৈরির কারখানা ও তৈরির সরঞ্জামাদি ধ্বংস করলেও নির্মূল করা সম্ভব হয়নি। বৃহস্পতিবারও গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বনগ্রামে অভিযান চালিয়ে ১০০টি ড্রামভর্তি চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার ও ধ্বংস করা হয়। এসময় ড্রামগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ