বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

পাকিস্তান সফরে যাচ্ছেন না বাংলাদেশের ভারতীয় কোচ

স্পোর্টস রিপোর্টার : পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এই দলেরই  কোচ ভারতীয় সাবেক ক্রিকেটার অঞ্জু জেইন। পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতে ভালো নয়। তার ওপর নিরাপত্তাহীনতার আশঙ্কায় অনেকেই সেখানে সফর করতে চান না। বাংলাদেশ নারী দলের কোচও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান সফরে! পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সিরিজটি চলবে ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত। মূল কোচ না যাওয়াতে অভিজ্ঞ ক্রিকেট কোচ দিপু রায়  চৌধুরীকে কোচ হিসেবে এই সফরে পাঠাচ্ছে বিসিবি। অঞ্জুর সঙ্গে আরও দুই সদস্যও এই সফরে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই দিপু রায় চৌধুরীর ডেপুটি হিসেবে থাকবেন ইমদাদুল হক। অঞ্জ জেইনের না যাওয়া প্রসঙ্গে টিম ম্যানেজমার জাভেদ ওমর বেলিম জানান, ‘এটা আসলে আমাদের হাতে নেই। এটা বলতে গেলে ডিপ্লোমেটিক বিষয়।’ পাকিস্তান সফরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তার মন্তব্য, ‘আমরা সব সময় পিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি। তারা শ্রীলঙ্কা দলের জন্য কীরকম ব্যবস্থা রাখছে সেটা জানতে চেয়েছি তাদের কাছে। আইসিসিও সেখানকার পরিস্থিতি সর্বদা পর্যবেক্ষণে রেখেছে।’ 

অনলাইন আপডেট

আর্কাইভ