ঢাকা,মঙ্গলবার 30 April 2024, ১৭ বৈশাখ ১৪৩০, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

বৃষ্টিভেজা পরিবেশে ঈদ উপযাপন

সংগ্রাম অনলাইন ডেস্ক: বৃষ্টিভেজা পরিবেশের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে বুধবার সারাদেশে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

সকাল ৮টার দিকে ঈদের নামাজের সময় রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এসময় রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন ইউএনবিকে বলেন, ‘আগামী দুই তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

-ইউএনবি

অনলাইন আপডেট

আর্কাইভ