শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষক-কর্মচারীর শূন্যপদ পূরণ ও ছাত্রাবাস চালুর দাবিতে গত রোববার মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে প্রায় ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাত্রাবাসের কাজ শেষ হলেও তাদের সেখানে থাকতে দেয়া হচ্ছে না। ফলে ভাড়া বাসায় তাদের থাকতে হয়। এতে তাদের সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা প্রতি মাসে খরচ হয়। এছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউটে যেতে চাইলে চালকরা গাড়িতে না উঠিয়ে দুর্ব্যবহার করে থাকে। পলিটেকনিক ২৯৮ জন ছাত্রছাত্রী আছে, কিন্তু শিক্ষক আছেন মাত্র ৪ জন ও কর্মচারী ৫ জন। মানববন্ধনে পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ পর্বের ছাত্র সাইফুর রহমান, ওমর ফারুক, নিজামুল হক, মিজানুর রহমান, জাকির হুসেন, কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে তারা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

অনলাইন আপডেট

আর্কাইভ