শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

চট্টগ্রাম আবাহনীর কোচ টিটু বরখাস্ত

 

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের এবারের আসরের শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুকে নিয়োগ করেছিলো চট্টগ্রাম আবাহনী। জাতীয় দলের একঝাঁক তারকা ফুটবলার ছাড়াও বিদেশী ফুটবলারদের সমন্বয়ে গঠিত দলটি ইতিমধ্যেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে। এজন্য কোচকেই দায়ী করা হচ্ছে। এমন অভিযোগেই লিগের দুটি ম্যাচ বাকী থাকতেই কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্ত করলো চট্টগ্রাম আবাহনী কতৃপক্ষ। গতকাল বুধবার ক্লাব সূত্র খবরটি নিশ্চিত করেছে। ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে সাইফুল বারী টিটুকে জানিয়ে দিয়েছে।

গতবারের রানার্সআপ দলটি লিগের ১৭ রাউন্ড পর্যন্ত শীর্ষেই ছিলো। কিন্তু হঠাৎ ছন্দপতন ঘটে। তাদের মহা বিপর্যয় হয় সর্বশেষ তিন ম্যাচে। মুক্তিযোদ্ধার কাছে হার, ব্রাদার্স ইউনিয়নের সাথে ড্র আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে শোচনীয়ভাবে হারের পরই শিরোপা রেসে ছিটকে পড়ে চট্টলার দলটি। কোচ টিটুকে বিদায় করার পর তাদের সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু দায়িত্ব পালন করবেন অবশিষ্ট দুই ম্যাচে। চট্টগ্রাম আবাহনী লিগের শেষ দুটি ম্যাচ খেলবে খেলবে সাইফ স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনীর বিপক্ষে।

অনলাইন আপডেট

আর্কাইভ